Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরের যুবক ১৮ মাস পর বগুড়ায় উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

স্বেচ্ছায় আত্মগোপনে থাকার ১৮ মাস পর জামালপুর ও বগুড়া থানা পুলিশের সহায়তায় শুক্রবার ভোরে নাজমুল (১৭) কে বগুড়ার চারমাথা এলাকা থেকে উদ্ধার করে শনিবার রাতে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। উদ্ধার হওয়া নাজমুল গাজীপুরের শ্রীপুর থানার বহেরারচালা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। জানা যায়, নাজমুল কেওয়া পশ্চিম খন্ড গ্রামের কড়ইতলী বাজারে মালেক মন্ডলের ফার্নিচারের দোকানে কাজ করতো। ২০১৭ সালের ১২ মার্চ বিকেল তিনটার দিকে নাজমুল দোকান থেকে বাড়ি যাবার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। ঘটনার পর মালেক মন্ডল শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী করেন। ছেলে নিখোঁজের অভিযোগে নাজমুলের পিতা দোকান মালিক মালেক মন্ডলকে আঠার মাস যাবৎ নানাভাবে হয়রানী করে সর্বশান্ত করে তুলেছে। সম্প্রতি মালেকের মোবাইলে অজ্ঞাত মোবাইল থেকে মিস কল আসে। মিস কলের সূত্রধরে মালেক বগুড়া ও জামালপুর থানা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকা নাজমুলকে বগুড়ার চারমাথা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন। নাজমুল জানায়, সে স্বেচ্ছায় পালিয়েছিল। দীর্ঘ সময় সে জামালপুর, নাটোর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে থেকে হোটেলে কাজ করেছে। নাজমুলের মা আছিয়া জানান, দীর্ঘ সময় নাজমুল তাদের সাথেও যোগাযোগ করেনি। ভুক্তভোগী আ. মালেক মন্ডল জানান, নাজমুল নিয়মিত তার পরিবারসহ অন্যদের সাথে যোগাযোগ রেখেছে যা কললিস্ট থেকে প্রমানিত। তিনি এ ব্যপারে অইনগত ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ