বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নদী ভাঙন রোধে প্রকল্প বিলম্বের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কোন অনিয়ম আছে কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রতিবেদন সংসদীয় কমিটিতে দেয়ার সুপারিশ করা হয়েছে।গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য কমিটির সদস্যআ খ ম জাহাঙ্গীর হোসাইন, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন,শাহানারা বেগম,এ টি এম আব্দুল ওয়াহহাব এবং ওয়াসিকা আয়শা খান। কমিটির বৈঠকে দেশের সকল নদী ভাঙ্গন এলাকা ধাপে ধাপে সার্ভে করা, পানি সম্পদ মন্ত্রণালয়ের মাষ্টার প্লান তৈরি করা এবং নদী ভাঙ্গনরোধে জিও ব্যাগের পরিবর্তে পাথর ব্যবহারের সুপারিশ করা হয়। রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প এবং শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নদী ভাঙ্গন রোধে প্রকল্পের অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ণের (আইএমইডি) সচিব ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জয়েন্ট মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন প্রদান করার তাগিদ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।