Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বিশ্বের স্বার্থ রয়েছে : চীন

সর্বশক্তি দিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করব : রাশিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ছিল সারা বিশ্বের সবার জন্য কল্যাণকর ও লাভজনক এবং এ সমঝোতাকে অবশ্যই রক্ষা করতে হবে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তৃতা করতে গিয়ে ওয়াং ই একথা বলেছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলেও তার দেশ এখনো পরমাণু সমঝোতাকে সমর্থন করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতাকে সেই সময়কার শক্তিশালী নিরাপত্তা পরিষদও অনুমোদন দিয়েছিল। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার স্বার্থ রয়েছে বলেই চীনের পাশাপাশি রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ বিশ্বের বেশিরভাগ দেশ পমাণু সমঝোতাকে সমর্থন করছে। চীনের মতো রাশিয়াও পরমাণু সমঝোতা মেনে চলার ঘোষণা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তব্যে ঘোষণা করেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে প্রয়োজনীয় সবকিছু করবে তার দেশ। তিনি আরো বলেন, রাশিয়া সেই সমঝোতাটি রক্ষা করাকে নিজের দায়িত্ব বলে মনে করে যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। ল্যাভরভ বলেন, ইরান পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলে এই আন্তর্জাতিক সমঝোতা রক্ষা করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি গত মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোকে নিয়ে এটি বাস্তবায়ন করে যাবে ইইউ। পার্সটুডে, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ