মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ফিলিস্তিন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন এবং তা অবিলম্বে সরানোর দাবি জানিয়ে এ অভিযোগ করা হয়েছে বলে শুক্রবার আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে আইসিজে জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের অভিযোগপত্রে বলেছে, কোনো দেশকে দূতাবাস স্থানান্তর করতে হলে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রয়োজন। ইসরাইল সামরিক শক্তির বলে জেরুজালেমকে নিয়ন্ত্রণ করছে এবং এর মালিকানা বিতর্কিত। গত বছরের ডিসেম্বরে ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে স্থানান্তরের নির্দেশ দেন ট্রাম্প। গত মে মাসে জেরুজালেমে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধন করা হয়। রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।