প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে চিত্রনায়ক মান্নার কৃতাঞ্জলী চলচ্চিত্রের নতুন সিনেমা ‘জ্যাম’ সিনেমার বর্ণাঢ্য মহরতের পর প্রথম গান রেকডিং অনুষ্ঠিত হল। সম্প্রতি রাজধানীর মগরাজারস্থ ফোকাস স্টুডিওতে জ্যাম ছবির গান রেকর্ডিং অনুষ্ঠিত হয়। শওকত আলী ইমনের সুরে একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ইমরান ও নদী। গানটির শিরোনাম ছিল আমার বুকের দুয়ার খুলে আসতে পারো সঙ্গোপনে কেউ যেন না জানে/ আমার মনের মধ্যেখানে রইতে পারো আপন মনে কেউ যেন না শোনো। গানটি লিখেছেন আমীনুর রহমান। জ্যাম সিনেমাটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। কৃতাঞ্চলী চলচ্চিত্রের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করেছেন শেলী মান্না। অভিনয় করছেন পূর্ণিমা, ফেরদৌস, ঋতুপর্ণা, আরিফিন শুভ, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর প্রমুখ। নৃত্য মাসুম বাবুল। চিত্রগ্রহণ আসাদুজ্জামান মজনু। স্থিরচিত্র আইয়ুব। সিনেমাটির মূল গল্প ভাবনা প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। কাহিনী বিন্যাস ও বর্তমান ভাবনা শেলী মান্না।প্রযোজক শেলী মান্না বলেন, আগামী মাস থেকে আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হবে। এখন গান রেকর্ডিং সহ টেবিল ওয়ার্ক চলছে। আমরা আশা করছি, একটি সময়োপযোগী সিনেমা উপহার দিতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।