বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর শহরে শুক্রবার মধ্যরাতে শরিফুল ইসলাম সোহাগ (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি পুরাতন কসবা কাজীপাড়ার সিদ্দিকুর রহমানের পুত্র। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান দৈনিক ইনকিলাবকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আধিপত্য নিয়ে একই এলাকার উঠতি বয়সের দুই গ্রুপের দ্বন্দের জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সোহাগ তার বড় ভাইয়ের ঠিকাদারি কাজের সহায়তা করতেন। তিনি ছিলেন প্রতিবাদী। বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার প্রতি এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ক্ষিপ্ত ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে আমতলায় সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে বুকে ও পেটের ৭টি স্থানে ছুরিকাঘাত করে। সোহাগ ওই অবস্থায় চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। সন্ত্রাসীরাও সোহাগের পিছু নেয়। এরপর বাড়ির সামনের রাস্তার উপর সোহাগকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, অভ্যন্তরীণ কোন্দলে কারা কিভাবে হত্যা করেছে এটি অনেকটাই পরিষ্কার। যশোর ২৫০ বেড হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।