Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোহরাওয়ার্দীর জনসভা থেকে আন্দোলন কর্মসূচী : মওদুদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ৩০ সেপ্টেম্বর রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই। ওই জনসভা থেকে আন্দোলন কর্মসূচী শুরু হবে। সে আন্দোলনে অংশগ্রহণের জন্য সবাই প্রস্তুত থাকুন। তিনি বলেন, নির্বাচনের আগে গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখতেই সরকার ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ করেছে। তবে কোন কিছুই আর এ সরকারকে রক্ষা করতে পারবেনা। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এবার তাদের পতন সুনিশ্চিত। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে নির্বাচনের আগে দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ৫৭ ধারায় যে বিধান ছিল সেটাকে এখন চারটা সেকশনের মধ্যে দিয়ে দিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো তুলে ধরে সাবেক এই আইনমন্ত্রী বলেন, এ আইনের ৩২ ধারা আরও বিপদজনক। সরকারি কোনো কাগজ সাংবাদিকদের দিলে এ আইনে ১৪ বছরের সাজা এবং ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর অর্থটা কী? এর অর্থ হল গণমাধ্যমের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া, তাদের টুটি চেপে ধরা, তাদের হাত-পা বেঁধে দেওয়া।
ব্যারিস্টার মওদুদ আহমদ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম’ বইকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ বইটাতে স্পষ্ট করে তিনি (এসকে সিনহা) বলে দিয়েছেন, কী করে দেশের সর্বোচ্চ আদালতের উপরে সরকার রাজনৈতিক প্রভাব খাটাত, তিনি বলে দিয়েছেন কী কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই। বিচারপতি সিনহার এক রায়েই গুলশানের বাড়ি হারানোর প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, উনি বলেছিলেন যে এটা সরকারি বাড়ি নয়। কিন্তু তিনি একটা অন্যায় কাজ করেছেন। সেটা হল যদি এটা সরকারের বাড়ি না হয়, তাহলে সরকারের আপিল তিনি কেন গ্রহণ করলেন? সেই রায়ের সুযোগে সরকার পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছে।
মওদুদ বলেন, তারপরেও আমি এস কে সিনহার ষোড়শ সংশোধনীর রায়কে ডিফেন্ড করি এবং তার এই বইয়ের প্রশংসা করি। তার এই ভূমিকার জন্য তিনি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আর জনগণের ভোট পাবেনা। আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে যেভাবে পুলিশ প্রহার করেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে পর্দায় এসব ভিডিও দেখালে আওয়ামী লীগের ভোট কমবে। এ ধরণের অনেক ঘটনা আছে যা আমরা তুলে ধরতে পারি।
মওদুদ বলেন, প্রতারণার জন্য নতুন প্রজন্মও আর আওয়ামী লীগকে ভোট দেবে না। কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে সরকার তাদেরকে সমর্থন জানালেও পরে প্রতারণা করেছে। ঠিক একই আচরণ করেছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে। আগামী নির্বাচনে এই নতুন প্রজন্ম আওয়ামী লীগকে প্রত্যাখান করবে। গত ৯/১০ বছরে অর্থ ছাড়া কারও চাকরি হয়নি।
সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেন, ৩০ তারিখ আমাদের জনসভা হবে ইনশাআল্লাহ। গোটা দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। এক আল্লাহ ছাড়া বিএনপিকে ঠেকিয়ে রাখার কেউ নেই। সারা দেশের মানুষ অপেক্ষায় আছে কখন আন্দোলনের ঘোষণা আসবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি মজিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, সাবিরা নাজমুল, ফরিদউদ্দিন, ভিপি ইব্রাহিম বক্তব্য দেন।
###



 

Show all comments
  • মানিক ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১:১১ এএম says : 0
    কথায় নয় কাজে দেখতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ