মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নামাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়, ভারতের সুপ্রিম কোর্টের এমন রায়ের পর বিজেপির সিনিয়র নেতা সুব্রামনিয়াম স্বামী বলেছেন, এই রায়ের ফলে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত হলো। বিজেপির এই বিতর্কিত নেতা বলেন, আদালতের রায়ে এই ইস্যু এখন দ্রুত নিশ্চিত করা যাবে। তিনি বলেন, দিওয়ালির আগে আমি সেখানে রাম মন্দিরের নির্মাণকাজ শুরু করতে চাই। আগামী ৭ নভেম্বর দিওয়ালি। সাবেক এই মন্ত্রী বলেন, রামের জন্মভূমিতে প্রার্থনা করা তার মৌলিক অধিকার এবং এটি মন্দির নির্মাণে রাস্তা সৃষ্টি করে দিয়েছে। এদিকে ভারতের মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি রায় পুনর্বিবেনার আহ্বান জানিয়ে বলেছেন, নামাজের জন্য মসজিদ প্রয়োজন কিনা তা আদালত কিভাবে ঠিক করতে পারে? যদি বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো হতো তাহলে ভালো হতো। কারণ, ইসলামে মসজিদ একটি জরুরি অংশ। কুরআন ও হাদীসে মসজিদের উল্লেখ আছে। মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।