Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দাউদকান্দিতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গতকাল শুক্রবার সকালে দাউদকান্দির জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের কৃতী শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা জলিল খান বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধক্ষ্য মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা মো. মোমেন খান, দাউদকান্দি উপজেলা মহিলা লীগের সভানেত্রী জেবুন নেছা, কলেজের অধাপক ইয়ার আহমেদ প্রমুখ। প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শতভাগ পাসের জন্য টেস্ট পরীক্ষায় এক বিষয় ফেল করলেও ফরম পূরণ করবেন না। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা ভালো ফলাফল করে এ কলেজকে দেশে এ নাম্বার কলেজ হিসেবে পরিচয় দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থী

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ