Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েবসাইট জটিলতায় নতুন মুখের সন্ধানে কার্যক্রম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ওয়েবসাইটের ক্রটি ও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে গেল চলচ্চিত্র শিল্পী সন্ধানের প্রতিযোগিতা নতুন মুখের সন্ধানে-এর নিবন্ধন। ডোমেইন নিয়ে জটিলতা ও ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বল হওয়ায় এটি আবার নতুন করে তৈরি করা হচ্ছে বলে জানান, প্রতিযোগিতার অন্যতম আয়োজক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছিলাম। কিন্তু এতে বেশ কিছু ত্রুটি ও দুর্বল দিক আছে। যার ফলে নতুন করে সাইটটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, ৩০ সেপ্টেম্বর থেকে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তখন নতুনদের জন্য খুলে দেয়া হয়নি নিবন্ধনের পেজটি। জানানো হয়েছিল, ১৮ সেপ্টেম্বর এটি সম্ভব হবে। প্রযুক্তিগত জটিলতার কারণে তা হয়নি। উল্লেখ্য, এই প্রতিযোগিতার মাধ্যমে এবার নায়ক নায়িকার পাশাপাশি মোট সাতটি ক্যাটাগরিতে প্রতিভা খুঁজে বের করা হবে। ক্যাটাগরিগুলো হল সেরা নায়ক, সেরা নায়িকা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা খলনায়ক, সেরা কমেডিয়ান, সেরা শিশু শিল্পী। এবারের চতুর্থ আসর উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও এফডিসি। এছাড়াও সাথে আছে এশিয়ান টিভি ও অবর্ট্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মুখ

৭ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ