Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যায় আন্তরিকভাবে কাজ করছেন

বিজিবির কুচকাওয়াজে তারিক আহমেদ সিদ্দিক

মোঃ সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক তাদের প্রকাশিত বইয়ে ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকার কুটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীও রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের ৯২তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। 

বিজিবির সুদীর্ঘ ইতিহাস ও ক্রমাগত উন্নয়নের ধারা উল্লেখ করে তারিক সিদ্দিক বলেন, এ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি ইতোমধ্যে রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন এবং বিওপিসমূহ নির্মাণ করা হয়েছে। সমগ্র সীমান্ত সুরক্ষার জন্য আরো স্থাপনা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেই সাথে বিজিবি সদস্যেদের বসবাস, স্বাস্থ্যসহ পারিপার্শ্বিক অন্যান্য বিষয়ের উপর নজর রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের চেষ্টা চলছে।
প্রধান অতিথি ৯২তম ব্যাচ রিক্রুট সৈনিকদের উদ্দেশে আরো বলেন, এ বাহিনীকে একটি বলিষ্ঠ ও দক্ষ বাহিনী গড়ে তোলার জন্য সবচেয়ে বেশী প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, সৎচরিত্র, মানসিক দৃঢ়তা, অধ্যবসায়, শৃঙ্খলাবোধ এবং সঠিক নেতৃত্ব।
তিনি নবীন নারী সৈনিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। পরে প্রধান অতিথি ৯২ তম রিক্রুট ব্যাচ এর ৫৫৭ জন নবীন সেনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ববিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিক সিপাহী (জিডি) মো. সজিব হোসেনসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাস, স্থানীয় এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রামের জিওসি মেজর জেরারেল এস এম মতিউর রহমান, কক্সবাজার রামু সেনানিবাস জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এ্যাডমিরাল এম আবু আশরাফ, এয়ার কমডোর এম মফিদুর রহমানসহ চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বেসাময়িক প্রশাসন ও পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্যব্যক্তিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ