বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী নগরীর নওদাপাড়ায় ইউনাইটেড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বুধবার মধ্যরাতে রাতে এ ঘটনা ঘটে। এসময় ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা রংপুরের ভিন্নজগতে পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলাকারীরা কলেজে ভাঙচুর চালায়। কলেজ অধ্যক্ষ মেহেদী হাসান দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যরাতে এ হামলা চালায়। নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। কলেজে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ দাবি করেন, মেহেদীর নিকট থেকে টাকা পাবেন তার কাছের লোকজন। সেই টাকা চাইতে গেলে মেহেদী নানা অজুহাত সৃষ্টি করেন। কলেজে কোনো হামলার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন ছাত্রলীগের এ নেতা। অভিযোগ উঠে, মেহেদী নিজের প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে হাতিয়ে নেন টাকা। সেই টাকা না দিয়ে ফোন ধরা বন্ধ করে উধাও ছিলেন তিনি। গত বুধবার হঠাৎ আসেন। খবর পেয়েই তাকে আটক করে ছাত্রলীগ। শেষে আগামী ১৫ তারিখে টাকা ফেরত দেয়ার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।