গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হোতাপাড়া এলাকায় গজারিবনের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরপাবুর এলাকার হানিফ হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫), সদর উপজেলার হালডোবা এলাকার ইয়াসিন শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৮) এবং রুদ্রপুর এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. রুবেল মিয়া।
জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় গজারিবনের ভেতরে ১৫/১৬ জনের একটি ডাকাত দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং ওই তিনজনকে দুইটি রাম দা, একটি বড় ছুড়িসহ আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।