Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির উদ্যোগ

আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন দু’দেশের বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব (সিপা) চুক্তি করার উদ্যোগ নেয়া হয়েছে। এই চুক্তির ফলে ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া চুক্তির আওতায় পণ্য রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা হবে। পাঁচ দিনের সফরে ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রী সুরেশ প্রভু এখন বাংলাদেশে অবস্থান করছেন। তার এই সফরের সময়ই ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ বা সিপা চুক্তি করা হতে পারে।
এছাড়া উচ্চপর্যায়ের এ আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট কিছু সাধারণ ইস্যুই আলোচনায় থাকবে, যা আগেও আলোচিত হয়েছে। ইস্যুগুলো হচ্ছে-বাণিজ্য সম্প্রসারণ, পাটপণ্যের ওপর অ্যন্টি ডাম্পিং, বর্ডার হাট এবং ভারতের স্বল্পসুদে ঋণের অবকাঠামো উন্নয়ন।
বৈঠকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন, কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ), নতুন বর্ডার হার্ট নির্মাণ, ভারতীয় কোম্পানির জন্য দরপত্রের যোগ্যতার বৈষম্য, বন্দরের বাধা দূরীকরণ, বাংলাদেশি পাটপণ্যের ওপর ভারতের অ্যান্টি ডাম্পিং ডিউটি, পাটবস্ত্রের ওপর অ্যান্ট্রি সারকামভেনশন ইনভেস্টিগেশন এবং ছয়টি নতুন নন-ফুড পণ্য ও কস্টিক সোডার ক্ষেত্রে বিএসটিআই সনদের স্বীকৃতি নিয়ে আলোচনা হবে।
পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু গতকাল ভোলা থেকে ফিরে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর সেনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৈঠকের আলোচনার বিষয়গুলো জানা সম্ভব হয়নি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে সিপা চুক্তি করতে সক্ষম হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের টিকফার (ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট) আদলে এই চুক্তি করার প্রস্তাব দেয় ভারত। বাংলাদেশের সঙ্গে এ ধরনের অর্থনৈতিক চুক্তির বিষয়ে প্রথমবার গত ফেব্রুয়ারিতে ভারতের দিক থেকে প্রস্তাব আসে। ওই সময় ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিপা চুক্তির প্রস্তাব দিলে বাংলাদেশ সেই চুক্তির খসড়া চায়। সেই ধারাবাহিকতায় এবার সিপা চুক্তি করা হতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশিষ বসু বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্ত সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবেশী এই রাষ্ট্রটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ছে। এই বাস্তবতায় দেশটির পক্ষ থেকে সিপা চুক্তির প্রস্তাব দেয়া হলে চুক্তির খসড়া পর্যবেক্ষণ করা হয়। তিনি বলেন, ভারতের সঙ্গে এ ধরনের একটি চুক্তি হতে পারে। ভারত অনেক বড় দেশ, বাণিজ্য ঘাটতি আমাদের অনুকূলে নেই। এ কারণে ভারতীয় বিনিয়োগ প্রয়োজন। একই সঙ্গে ভারতের বাজারে পণ্য রফতানি বাড়াতে হবে।
জানা গেছে, দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলোই সর্বোচ্চ গুরুত্ব পাবে। সুরেশ প্রভু সেই চুক্তির বিষয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন। এছাড়া মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ভারতের দিক থেকে বেনাপোল বন্দরে ট্রাক জট ছাড়াতে ‘ওয়ান টাইম পুশ’ চালু করার প্রস্তাব থাকতে পারে। এ ছাড়া দুই দেশের সীমান্তে নির্মাণাধীন ছয়টি বর্ডার হাটের অগ্রগতি নিয়েও আলোচনা হবে। বাংলাদেশের দিক থেকে স্থলবন্দরগুলোর উন্নয়নে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প গ্রহণের তাগিদ দেয়া হবে। যাতে দুই দেশের সীমান্ত বন্দরে একই ধরনের অবকাঠামো সুবিধা নিশ্চিত করা যায়।
এছাড়া বিএসটিআই অনুমোদিত পণ্য ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বীকৃতির বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশের পাট ও হাইড্রোজেন পার অক্সাইড জাতীয় পণ্য রফতানির ক্ষেত্রে ভারত যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তা প্রত্যাহারের বিষয়েও প্রস্তাব দেবে বাংলাদেশ।
এই সফরে মন্ত্রী সুরেশ প্রভু ভারতের বিনিয়োগকারীদের জন্য ঢাকা ও চট্টগ্রাম অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার, বেনাপোল স্থলবন্দর উন্নয়নসহ একাধিক দ্বিপক্ষীয় বিষয়ে আলাপ করবেন। এছাড়া বাণিজ্য এবং বেসরকারী বিমান চলাচল খাতে ঢাকা-নয়াদিল্লীর বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতেই ভারতের বাণিজ্যমন্ত্রীর এই সফর বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ