Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে ৭ নৌদস্যু গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

মাছ ধরার ট্রলারে ডাকাতির জন্য সাগরে রওনা দেয়ার প্রাক্কালে সাত নৌদস্যুকে আটক করেছে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ। তাদের কাছ থেকে ধামা, কিরিচসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে খানখানাবাদ বেড়িবাঁধ এলাকায় সাগরের তীর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আবদুল মান্নান (৩০), মুহাম্মদ মামুন (২২), মিনহাজ (১৮), রবি আলম (২৫), মুহাম্মদ ফারুক (২৪), ফরিদ (৩৫) এবং আবু ছায়েদ (৫৫)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এই চক্রের সদস্যরা সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। ডাকাতির জন্য প্রস্তুতি নিয়ে তারা সাগরে যাচ্ছিল। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ