Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্কুল কাবাডি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও ভাসাভী ফ্যাশন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে স্কুল কাবাডি প্রতিযোগিতা (বালক-বালিকা)। পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতার বালক বিভাগে ৬৩ ও বালিকায় ৫২টি স্কুল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে যথাক্রমে ৪০ ও ৩০ হাজার টাকা অর্থ পুরষ্কার দেয়া হবে। এছাড়া এখান থেকে বাছাইকৃতদের নিয়ে বালক ও বালিকাদের দু’টি দল গঠন করা হবে। তারা ভারতে অনুষ্ঠিতব্য কিডস কাবাডিতে অংশ নেবে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন) হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক ও অ্যাডিশনাল ডিআইজি ( ডেভেলপমেন্ট) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও ভাসাভী ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাবাডি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ