বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাঙ্গায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এক কর্মচারী কর্তৃক বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈকা মাদরাসা ছাত্রীকে (১৭) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা থানা পুলিশ শনিবার গভীর রাতে একই ভবনে অবস্থিত ধর্ষকের ভাড়া বাসার কক্ষ থেকে ওই ভবনে বসবাসরত অন্যান্য লোকজনের সহায়তায় ধর্ষিতাকে উদ্ধার এবং ধর্ষক মাসুদ করীম মুন্সিকে (২৪) আটক করে। এ ব্যাপারে পিতৃহারা এতিম, হতদরিদ্র ও অসহায় মেয়েটির মা আলেকজান বেগম রোববার ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেরাজ হোসেন জানান, শনিবার রাত তিনটায় খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে ধর্ষকের কক্ষ থেকে উদ্ধার এবং ধর্ষক মাসুদকে আটক করেছে। এ ব্যাপারে ছাত্রীটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার ধর্ষক মাসুদকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।