রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। কুমিল্লা-২ নির্বাচনী এলাকা দাউদকান্দি ও মেঘনা উপজেলার চারিদিকে বিরাজ করছে নির্বাচনী আবহ। আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোটসহ অন্যান্য ছোট দলগুলোর মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে এলাকার পথঘাট, হাট-মাঠ ছেয়ে গেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারের কমতি নেই।
মোটকথা প্রচার-প্রচারণায় সরগরম এখন নির্বাচনী মাঠ। এখানে বিএনপি নীরবে নির্বাচনী প্রচারণা চলাচ্ছে। অপরদিকে ১৪ দলীয় জোটের একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারনায় মাঠে। এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহসচিব (প্রস্তাবিত) আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারের নেতৃত্বে লাঙ্গলের পক্ষে ভোটের প্রচার-প্রচারণা ও গণসংযোগ দাউদকান্দি ও মেঘনায় পুরোদমে চলছে। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাখন সরকারের নেতৃত্বে এখানকার জাতীয় পার্টি ও সকল অঙ্গ দলগুলোর নেতাকর্মীরা মাখন সরকারকে সামনে নিয়ে কোমড় বেঁধে প্রচারণায় নেমেছেন। প্রচারণায় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের লোকজনকেও দেখা গেছে। ক্লিন ইমেজ প্রার্থী জাপার কেন্দ্রীয় নেতা মাখন সরকার বলেন, এ আসনে আ.লীগ প্রার্থীকে গত দুই নির্বাচনে ছাড় দিয়েছি। মহাজোট হলে আগামী নির্বাচনে আমি মনোনয়ন চাইব। মহাজোট না হলে আমি এ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করব, দল আমাকেই মনোনয়ন দেবে ইনশাল্লাহ। তিনি বলেন, পার্টির দুর্দিনে আমি এ অঞ্চলের নেতাকর্মীর পাশে ছিলাম, আছি, থাকব। সে লক্ষেই আমি নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।