বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চরতারাপুরে পদ্মা নদী নৌকা ডুবিতে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। এখনও এক শিশুসহ দুইজন নিঁেখাজ রয়েছেন। নদীকূলে স্বজনরা অপেক্ষা করছেন। চরতারাপুর থেকে গত বৃহষ্পতিবার দীঘি গোহাইলবাড়ী পদ্মা নদীর ঘাট থেকে অপর পারে ভাদুরডাঙ্গি ঘাটে যাওয়ার সময় ১১জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাওয়ার সময় প্রবল স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। ৮জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুইজন শিশু নাঈম, বিপ্লব এবং তাদের চাচা আবুল হাসেম নদীতে তলিয়ে যান। পাবনা ফায়ার সার্ভিস , ও রাজশাহী থেকে আসা ডুবরী দল টানা ৩৬ ঘন্টা তল্লাশী চালিয়ে তাদের কোন সন্ধান করতে না পারায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ছয় বছরের শিশু নাইমের লাশ দুপুরে ডুবে যাওয়ার স্থান থেকে পাবনার সুজানগর উপজেলার ভাটিতে প্রায় ১০ কিলোমিটার দূরে সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে মাছ ধরতে নদী থাকা জেলেরা উদ্ধার করেন। জেলে নৌকা একটি শিশুর লাশ ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করে জেলে নৌকায় তুলে নেন। পরে সনাক্ত করা হয় লাশটি কাশেম সরদারের শিশু পুত্র নাইমের । এখনও শিশু বিপ্লব ও তাদের চাচা আবুল হোসেন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে পদ্মা নদীর প্রবল স্রোতের টানে তারাও অনেক দূর ভাটিতে নিয়ে যায়। জেলেরা জানান, যদি নিখোঁজ দুই জন ভাটির টানে সুজানগরের পদ্মা-যমুনা নদীর সংযোগ স্থলে চলে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। সাতাবাড়িয়াসহ আশপাশের এলাকায় আবার ডুবরী নামিয়ে তল্লাশী করলে হয়তো তাদের এই স্থানে পাওয়া যেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।