Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় শুকরিয়া মিছিল

কওমি সনদের বিল পাস

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও এ্যারাবিক) এর সমমান দিয়ে জাতীয় সংসদে বিল পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে গতকাল রোববার নগরীতে একটি শুকরিয়া মিছিল বের হয়। নগরীর জামেয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদরাসা ও এতিমখানা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি মাদরাসা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় মাদরাসায় গিয়ে দোয়া আদায়ের মাধ্যমে শেষ হয়। শুকরিয়া মিছিলে শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুকরিয়া মিছিলের আগে মাদরাসার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ। উক্ত সভায় বক্তৃতা করেন মাদরাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে শাইখুল হাদীস মাওলানা আজমল আলী, প্রবীণ মুহাদ্দিস মাওলানা শাহাদাত হুসাইন ও মাওলানা ছরোয়ার হুসাইন, শিক্ষা সচিব ও প্রবীণ মুহাদ্দিস মাওলানা মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা সচিব মাওলানা মাজহারুল ইসলম, আলেমে দীন মুফতী মাসুম বিল্লাহ, প্রধান মুফতী মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মুফতী সাঈদ হুসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ