Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি সনদ স্বীকৃতির বিষয়ে নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে বেফাক : আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে নেতৃবৃন্দের বৈঠক

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কওমি সনদের সরকারী স্বীকৃতির বিষয়ে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে আহ্বায়ক করে নবগঠিত ৯ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)। বেফাক সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে গতকাল (বৃহস্পতিবার) দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় বেফাক শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বেফাক নেতৃবৃন্দ কোনরূপ আলোচনা না করে গত ২৭ সেপ্টেম্বর আকস্মিকভাবে কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনকে কওমি মাদ্রাসা ও ওলামায়ে-কেরামের ঐক্যে বিভক্তি আনার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তারা বলেন, কওমি সনদের সরকারী স্বীকৃতির বিষয়ে সকল বোর্ড ও শীর্ষ ওলামা-মাশায়েখের সম্মিলিত পরামর্শের ভিত্তিতে একক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী আগামী ১৭ অক্টোবর ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করেছেন। যা বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়েছে।
সম্মেলনে শরীক হওয়ার জন্যে দেশের সকল কওমি মাদ্রাসা বোর্ডের প্রতিনিধি ও শীর্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানোসহ ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অথচ ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আয়োজনের মাত্র কয়েক সপ্তাহ আগে কোনরূপ পূর্ব আলোচনা ছাড়াই আকস্মিকভাবে কওমি সনদের বিষয়ে একতরফা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি এবং ১৫ দিনের মধ্যেই সুপারিশ করার সময় নির্ধারণ দেয়া, কওমি মাদ্রাসার স্বাধীনতা, স্বকীয়তা ও আদর্শবিরোধী গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
বৈঠকে বেফাক নেতৃবৃন্দ বলেন, কওমি সনদের সরকারী স্বীকৃতির বিষয়ে উৎসাহ লক্ষ্য করে বিভিন্ন পর্যায় থেকে স্বীকৃতির নামে কার্যতঃ আলেমদের পায়ে শেকল পরানোর চক্রান্ত চলছে বলে আশংকা প্রকাশ করে মতামত দিয়েছেন অনেকেই। শিক্ষামন্ত্রণালয়ের একতরফা নতুন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি এমন সন্দেহকে আরো জোরালো করেছে। তারা বলেন, ইতিমধ্যেই উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত অনেক সদস্যই এ বিষয়ে অবগত নন বলে স্পষ্ট জানিয়ে বলেছেন, তারা নতুন আইনের নামে কওমি মাদ্রাসার উপর সরকারি নিয়ন্ত্রণ কায়েমের প্রক্রিয়ায় নিজেদের নাম দেখে বিব্রতবোধ করছেন।
বৈঠকে বেফাক নেতৃবৃন্দসহ শীর্ষ আলেমগণ একমত পোষণ করে বলেন, দেশের আলেম সমাজের ঐক্যের প্রতীক ও আমাদের সকলের মুরুব্বী শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্ব এবং জাতীয় পর্যায়ে স্বীকৃত বৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সাথে ফলপ্রসূ আলোচনা ছাড়া একতরফা গঠিত কোন কমিটি মেনে নিবে না। বেফাক নেতৃবৃন্দ আরো বলেন, দেওবন্দী উসূল, স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের সরকারী স্বীকৃতির প্রয়োজনীয়তাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু ইসলামবিরোধী শিক্ষানীতি, প্রস্তাবিত বিতর্কিত শিক্ষা আইন এবং নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদের বিষয়াবলী বাদ দিয়ে স্কুল পাঠ্যবই সংশোধনের বিষয়ে যে সময়ে সর্বস্তরের আলেম সমাজের নেতৃত্বে সরব আলোচনা ও আন্দোলন গড়ে ওঠছিল, সে সময়ে হঠাৎ কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আলোচনাকে সরব করে তোলা গভীর প্রশ্ন তৈরী করে। তারা বলেন, তবুও আমরা সনদের স্বীকৃতির বিষয়কে উপেক্ষা করিনি। বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে আগামী ১৭ অক্টোবর রাজধানী ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
বৈঠকে বক্তব্য রাখেন বেফাক সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মুফতী ওয়াক্কাস, মাওলানা আনওয়ার শাহ, মুফতী আব্দুস সালাম চাটগামী, মুফতী নূর আহমদ, মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা হাফেজ নূরুল ইসলাম, মুফতী মাহফুজুল হক, মাওলানা সাজেদুর রহমান বি-বাড়ীয়া, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা ইদরিস নাজিরহাট, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জুবায়ের আহমদ, মুফতী জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ ওমর, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা সলিম উল্লাহ, মুফতী সাখাওয়াত হোসাইন, মুফতী নূরুল আমীন, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মুফতী আবু ইউসুফ, মুফতী রেজাউল করীম, মাওলানা আহমদ উল্লাহ প্রমুখ।
বৈঠকে আগামী ৩ অক্টোবর সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীতে দেশের আলেম সমাজের মুরুব্বী শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির আহ্বান ও সভাপতিত্বে বেফাকসহ সকল বোর্ডের প্রতিনিধি ও দায়িত্বশীলদের নিয়ে সনদের স্বীকৃতির প্রসঙ্গে আলোচনার জন্যে একটি যৌথসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ