বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মোহাম্মদপুরের বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরির খবর পেয়ে গতকাল রোববার সকালে শারজাহ থেকে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বলেছেন, যা হয়েছে সেটা রীতিমত ডাকাতি। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বাসায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বাসায় কেউ ছিল না। বাসার সবকিছু নিয়ে গেছে। সঠিক সংখ্যাটা এখনও জানি না। তালিকা তৈরি করছি। তবে কমপক্ষে সাত থেকে আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, নান্নুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপার পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। এশিয়া কাপ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে শারজায় যান মিনহাজুল আবেদীন নান্নু। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে তাদের বাসা তালা মারাই ছিল। উনারা জানিয়েছেন, উনার বোন এসে মাঝেমধ্যে বাসা দেখে যেতেন। গত বৃহস্পতিবার রাতেও দেখে গিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উনার বোন বাসায় গিয়ে দেখেন তালা ভাঙা। বাসার দক্ষিণ দিকের জানালার গ্রিল ভাঙা। সবকিছু এলোমেলো। তিনি আরো বলেন, চোর ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা এখনও পুলিশকে জানানো হয়নি। জানানোর পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।