পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর বাড্ডায় ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাসের ধাক্কায় রাশেদুল ইসলাম টিটু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাভারের কাশিপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় রাশেদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপারকে আটক ও বাসটি জব্দ করে থানায় রাখাা হয়েছে।
বাড্ডা থানার এসআই আব্দুল কাদের জানান, বাড্ডার লিংক রোডে বেপরোয়া গতিতে চলা বাসটি ওই যুবককে ধাক্কা দেয়। ঘটনার সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।