Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যানেল মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ আছর বাড্ডার আলাতুন নেছা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রক্রিয়া শেষে সন্ধ্যায় দাফন করা হয়। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এসএম মামুন জানান, গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে মরহুমের লাশ নগর ভবনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। পরে বাড্ডা আলাতুন নেছা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ বনানী কবর স্থানে দাফন করা হয়।
জানাজার আগে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য কেএম রহমত উল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান, ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র ও বর্তমান দায়িত্ব প্রাপ্ত মেয়র জামাল মোস্তফ ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেসবাহুল ইসলাম প্রমুখ।
জানাজায় অংশগ্রহণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা। এর আগে গতকাল বেলা ১১টা ৩৭ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান গণির লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার লাশ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। গত শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি কর্পোরেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ