Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মাহমুদুল্লাহকে কারগারে পাঠিয়েছে আদালত

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৭:০৬ পিএম

মহেশখালীর মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহকে কারগারে পাঠিয়েছে আদালত। রোববার (২৩ সেপ্টেম্বর) মাতারবাড়ির যুবলীগ নেতা জিয়াবুল হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।

কিন্তু জামিন নামঞ্জুর আদালতের বিচারক রাজিব কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট মাতারবাড়ির যুবলীগ নেতা জিয়াবুল হককে নৃশংসভাকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহকে প্রধান আসামী করে মহেশখালী একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উচ্চ আদালত চেয়ারম্যান মাহমুদুল্লাহকে তিন সপ্তাহের আগাম জামিন দিলেও মেয়াদ শেষে নিন্ম আদালতে হাজির হওয়া আদেশ দিয়েছিলো।

গত ২০ সেপ্টেম্বর কক্সবাজার অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছিলেন চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ। কিন্তু ওই দিন নথি জটিলতায় মামলার কার্যক্রম চালানো যায়নি। আদালত আজ ২৩ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য্য করেছিলেন।

চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহর ভাগিনা রেজাউল করিম জানান, নির্দেশ মতে আজ রোববার সকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন চেয়ারম্যান মাহমুদুল্লাহ। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ