Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধস সামলাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৫:৩৬ পিএম | আপডেট : ৭:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই খবর লেখার সময় মাশরাফি বিন মুর্তজার দলের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস (২০*) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৩*)।
১৮ রানের মধ্যে শান্ত ও মিথুনকে হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দেয় মুশফিক-লিটনের ৬৩ রানের জুটি। এরপর হঠাৎ এক দমকা হাওয়া। ২ উইকেটে ৮১ থেকে ৫ উইকেটে ৮৭। আকাশে বল তুলে রশিদের শিকার হয়ে লিটন ফেরার পর সাকিব স্থায়ী হলেন মাত্র ২ বল। শর্ট মিড উইকেটে বল ঠেলে সাকিব যেভাবে দৌড় দিলেন তাতে যে কারো মনে হতে পারে জয়ের জন্য এই রানটিই দরকার ছিল বাংলাদেশের। অপর প্রান্তে ক্রিজই ছাড়েননি মুশফিক। মাঝ ক্রিজ থেকে ফিরে যাওয়ার চেষ্টাও করলেন না সাকিব। তার আগেই সামিউল্লাহ শেনওয়ারির ছুড়ে দেয়া বল সরাসরি স্ট্যাম ভেঙে দেয়। এসময় বিষ্ময় দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে ছিলেন মুশফিক। অথচ খানিক বাদে তিনি নিজেই একই চক্রে আটকা পড়েন। দুই রান আউটেই মেরুদন্ড ভেঙ্গে দেয় বাংলাদেশের। এরপর থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরুল ও মাহমুদউল্লাহ।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তনÑ মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন আগের দিন বাংলাদেশ থেকে উড়ে যাওয়া ইমরুল। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাজেভাবে হারের পর ফাইনালে যেতে বাংলাদেশের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প রাস্তা নেই বললেই চলে।
একই সময়ে অনুষ্ঠেয় দিনের আরেক ম্যাচে দুবাই আর্ন্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৪ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান। শোয়েব মালিক ৪৮* ও সরফরাজ আহমেদ ৩৪* রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ