পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। গতকাল শনিবার বিকেলে ঢাকার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য ঘোষণা করা হয়েছে শুনলাম। নেতায় নেতায় ঐক্য, ৩০ দলের ৩০ নেতা নিয়ে ঐক্য, জনগণের এতে কোনো সম্পর্ক নেই। এ ঐক্য কোনো কাজে আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, গণমানুষের দল। আওয়ামী লীগকে ছাড়া কোনো জাতীয় ঐক্য হতে পারে না।
গতকাল (শনিবার) রাতে চট্টগ্রামমুখী প্রথম দিনের রোড মার্চ শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে তিনটি পথসভা করেছি। পথসভাগুলোতে এতো জনসমাগম তা মহাসমাবেশে পরিণত হয়েছিল। আমি আমার জীবনে এতো লোক দেখিনি। তিনি বলেন, সামনের বিজয়ের মাসে আওয়ামী লীগের কাছে তারা পরাজিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছবে।
ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানাতে সার্কিট হাউসে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় জমান। তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন আসনে আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীরা সমবেত হন। তারা বিভিন্ন নেতার নামে স্লোগান দিতে থাকলে ওবায়দুল কাদের তাদেরকে বারণ করেন।
এদিকে গতকাল সীতাকুন্ডে পথসভা করার কর্মসূচি থাকলেও ওবায়দুল কাদের মিরসরাই, সীতাকুন্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউসে চলে আসেন। দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা নাগাদ চট্টগ্রামের সীতাকুন্ডে নির্ধারিত পথসভাটি শেষ পর্যন্ত বাতিল হওয়ার কারণ, আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের স্থানীয় চার জন নেতার বিরোধ-বিবাদ ও গ্রুপিংয়ের ফলে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।