Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ক্রিকেটারকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলমান এশিয়া কাপে পৃথক তিনটি ঘটনায় আইসিসির প্রচলিত আইন ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী এবং আফগান ক্রিকেটার আসগর আফগান ও রশিদ খান। এজন্য তিন ক্রিকেটারকেই তাদের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এক মাত্রার অপরাধের শাস্তি হিসেবে এই জরিমানা গোনেন তারা। শুধু জরিমানা নয়, তাদের নামের পাশে যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্টও। শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি প্রত্যেকে পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট, যা পরবর্তীতে তাদের সতর্ক আচরণের ক্ষেত্রে প্রভাব রাখবে।

বৃহস্পতিবারের ম্যাচে ক্রিকেটের ‘স্পিরিটের সাথে সাংঘর্ষিক’ অপরাধে অভিযুক্ত হন আফগান অধিনায়ক আসগর ও পাকিস্তানি পেসার হাসান। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.১ নম্বর ধারা ভঙ্গের অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়। অন্যদিকে ২.১.৭ ধারায় অভিযুক্ত হন আফগান লেগস্পিনার রশিদ। ব্যাটসম্যানকে আউট করার পর আগ্রাসী ভঙ্গির কারণে বোলার বা ফিল্ডারদের এই শাস্তি দেওয়া হয়ে থাকে। ম্যাচের প্রথম ইনিংসের ৩৭তম ওভারে রান নেওয়ার সময় বোলার হাসান আলীকে কাঁধ দিয়ে ধাক্কা দেন আফগানিস্তানের অধিনায়ক আসগর, যিনি তখন ব্যাট করতে ক্রিজে অবস্থান করছিলেন। এর ফলে ২৪ মাস সময়সীমার মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে তাকে। তবে হাসানের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট। হাসানের বিরুদ্ধে অভিযোগ, আফগানিস্তানের ইনিংসের ৩৩তম ওভারে স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদির দিকে অহেতুক বল ছুঁড়ে মারার ভঙ্গি করেছিলেন তিনি। ঐ ঘটনার রেশ ধরেই ৩৭তম ওভারে তাকে ধাক্কা দেন আফগান অধিনায়ক আসগর।

অন্যদিকে হাসানের মত এই প্রথম ডিমেরিট পয়েন্ট পাওয়ার অভিজ্ঞতা হয়েছে রশিদেরও। পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারে আসিফ আলীকে আউট করার পর তাকে সাজঘরের পথ উদ্দেশ্য করে ইশারা করেন, আইসিসির নীতিমালা অনুযায়ী যা অপরাধ হিসেবে গণ্য। আর এ কারণে হাসান এবং আসঘরের মত শাস্তি পেয়েছেন আফগান বিস্ময়-বালকও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেটার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ