পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহবানে তার ভাষায় ভারতের অহঙ্কারী ও নেতিবাচক জবাবে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার টুইটে ইমরান খান বলেন, শান্তি আলোচনা পুনরায় শুরুর আমার আহ্বানের ভারতীয় অহঙ্কারী ও নেতিবাচক জবাবে আমি হতাশ হয়েছি। তিনি লেখেন, সারা জীবন আমি দেখেছি যে, ক্ষুদ্র লোকেরা বড় অফিস দখল করে রেখেছে যাদের বড় কোনো ছবি দেখার স্বপ্ন নেই।
ইমরান খান গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি পাঠান যাতে দু’দেশের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর আহবান জানান তিনি। তিনি জাতিসংঘের ৭৩তম অধিবেশনের ফাঁকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনারও আহবান জানান। তার এ চিঠি পাঠানোর খবর প্রচারিত হওয়ার কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার নিশ্চিত করেন যে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে মিলিত হবেন।
কিন্তু শুক্রবার মুখপাত্র বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন। এর কারণ হিসেবে কাশ্মীরে ৩ জন পুলিশ ও এক বিএসএফ সদস্য হত্যার কথা বলা হয়। শনিবার সকালে শাহ মেহমুদ কোরেশি ভারতের পশ্চাদপসরণের ঘটনায় তার হতাশা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।