Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার দুটি রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সড়ক পরিবহন আইন পাসের প্রতিবাদে কুষ্টিয়ায় দুটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শনিবার সকাল ৮টা থেকে কুষ্টিয়া-প্রাগপুর ও কুষ্টিয়া-মহিষকুন্ডি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুল আলম বলেন, ‘কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ বা মালিক সমিতির কোনও নির্দেশনা ছাড়াই শ্রমিকরা হঠাৎ করে গাড়ি বন্ধ রেখেছে। মালিক পক্ষ থেকে কোনও কারণে বাস চলাচল বন্ধ রাখা হলে তা আগে থেকেই জানানো হয়। তবে কী কারণে তারা দুটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে তার সঠিক কারণ বলতে পারছি না। তবে শ্্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা দ্রæত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ