বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ‘বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলপূর্বক বাস্তচ্যূত মিয়ানমারের নাগরিকদের খোঁজ-খবর নেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে গত বুধবার কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন প্রকল্পটি ঘুরে দেখেন এবং প্রকল্প কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীকে এই প্রকল্পের দায়িত্ব প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবন এবং ১৩৯ টি ৫তলা ভবন নির্মাণ করা হবে। আবাসন সুবিধা ছাড়াও এই প্রকল্পের আওতায় স্কুল, মসজিদ ও মন্দির নির্মিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।