রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিষাক্ত সাপের কামড়ে দেলোয়ার হোসেন সোহাগ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকার ধামরাইয়ে গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ধামরাইয়ে রামদাইল গ্রামের মো. আফসার উদ্দিনের ছেলে। জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোহাগ তার বাড়ির পেছনের ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় তাকে সাপ ছোঁবল দেয়। তার চিৎকারে নিকট স্বজনরা ছুটে আসে। তাকে উদ্ধার করে ঝাড়ফুঁক দেয়া হয়। অবস্থার অবনতি হলে সোহাগকে এনাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শনিবার ভোর রাতে তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গতকাল সকালে ধামরাইয়ের ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বেলায়েত হোসেন (৫০) নামে এক গার্মেন্টস সিকিউরিটি গার্ড বাসচাপায় নিহত হন। তিনি সাভারের আশুলিয়ার ধনিয়ায় ‘স্টারলিং লন্ড্রি লি.’এর সিকিউরিটি গার্ড ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।