রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় ৬ হরিণ শিকারিকে এক বছর করে কারাদ- ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১০ দিনের কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অতুল ম-ল রেঞ্জ অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ-াদেশ প্রদান করেন। গতকাল রোববার সকালে এদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। দ-প্রাপ্তরা হলেনÑ মো. জাফর সরদার (২০), আশিকুল মোল্লা (২২), হাফিজুর মোল্লা (২৮), রিপন শেখ (২৭), শাকির শেখ (২০) ও শামীম শেখ (২৩)। এদের সবার বাড়ি খুলনা জেলোর কয়রা উপজেলার পানখালী গ্রামে। আটক শিকারিদের কাছ থেকে ৮০টি হরিণ ধরা ফাঁদ, মাংস, ২টি নৌকা, ২টি ছুরি, ৪টি চাকু, ২টি করাত ও ১টি হাতুড়ি জব্দ করা হয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. মাসুদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে বনরক্ষীরা কোকিলমনি তিনকোনা দীপ এলাকা থেকে শরিবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে ওই শিকারিদের আটক করেন। এক সপ্তাহ আগে ১১ জন চোরা শিকারি জেলের পরিচয়ে কাঁকড়ার পান নিয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয়। অভিযানে ৬ জনকে আটক করা হলেও ৫ শিকারি বনে পালিয়ে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পূর্ব সুন্দরবন বিভাগে হরিণ শিকারের দায়ে এটিই প্রথম ভ্রাম্যমাণ আদালতের সাজা দেয়ার ঘটনা। সকালে আদালতের মাধ্যমে তাদেরকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।