Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১৭ পিএম

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৫ ওভারে ১০৫/৭
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১৮ ওভারে মাত্র ৬৫ রান তুলতেই তারা হারায় প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই তান্ডব চালান ভারতীয় বোলার রাবিন্দ্রা জাদেজা। তারা বিধ্বসংসি বোলিংয়ে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। প্রথম পাওয়ার প্লে কোন কাজেই লাগাতে পারেনি বাংলাদেশ। এ সময় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

ফলে ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৪৪ রান। দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। দু’জনেরই সংগ্রহ ৭ রান করে। দ্রুত রান তোলা সাকিব আল হাসানও বেশীদূর এগুতে পারেননি। ৯.৪ ওভারে ১২ বলে ১৭ রান করে তিনি জাদেজার বলে আউট হলে দলের হাল মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। কিন্তু এ জুটিরও স্থায়ীত্ব হয়নি খুব বেশী সময়। ১৫.৪ ওভারে দলীয় ৬০ রানে ফিরে যান মিঠুন। জাদেজার বলে এলবিডাব্লিউ হওয়া মিঠুন ৯ রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তাদের এই চাপ আরো বাড়ে ১৮ ওভারে মুশফিকুর রহিম আউট হলে। মিঠুন আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ। কিন্তু এ জুটি ঠিক মতো সেট হওয়ার আগেই ফিরতে হয় মুশফিকুরকে। দলীয় ৬৫ রানে সেই জাদেজার বলেই আউট হন মুশফিক। যাওয়ার আগে দলীয় সংগ্রহে যোগ করেন ২১ রান। ৬৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে যখন দিশেহারা বাংলাদেশ দল তখন মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে শক্ত হাতে ব্যাট চালান মাহমুদুল্লাহ। কিন্তু না, দূর্ভাগ্য যেন পিছু ছাড়েনি বাংলাদেশের। ৩২.৫ ওভারে তারা হারায় ষষ্ঠ উইকেট। এসময় দলীয় ১০১ রানে ভুবেনেশ্বর কুমারের বলে এলবিডাব্লিউ হন মাহমুদুল্লাহ। তার ব্যাক্তিগত সংগ্রহ ২৫ রান। পরের ওভারে বাংলাদেশ হারায় মোসাদ্দেকের উইকেট। ৩৩.২ ওভারে জাদেজা ফেরান তাকে। দলীয় সেই ১০১ রানে মোসাদ্দেক আউট হওয়ার আগে করেন ১২ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৫ রান। ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মাশরাফি ০ রানে ও মেহদী হাসান ৪ রানে ।

ভারতের জাদেজা ১০ ওভার বল করে ২৯ রানে পান ৪ উইকেট। ভুবেনেশ্বর ২ ও জেসপ্রিত ১টি উইকেট শিকার করেন।

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ