মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং মারা গেছেন। গুরুতর অসুস্থতায় ভোগার পর শুক্রবার ৬১ বছর বয়সে তিনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা নিশ্চিত করেছে।
ভিয়েতনামের সরকারি বার্তা সংস্থার পরিবেশিত খবরে বলা হয়, ‘প্রেসিডেন্ট ত্রান দাই ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছিলেন ত্রান দাই। এর আগে জননিরাপত্তা মন্ত্রী ছিলেন তিনি।
সংবাদমাধ্যমগুলো জানায়, কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন প্রেসিডেন্ট। দেশে ও বিদেশে তার চিকিৎসা চলছিলো।
চলতি বছর ৪ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান। ৫ মার্চ সকাল ৮টার দিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। গত ১৪ বছরে এটিই ছিল ভিয়েতনামের কোনও প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সফরে কয়েকটি চুক্তিও হয় দুই দেশের মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।