Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লাট পেলেন আবাহনীর তিন সাবেক খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

ঢাকা আবাহনী তথা বাংলাদেশ জাতীয় দলের তিন সাবেক খেলোয়াড় ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফ্লাট বরাদ্দ পেলেন। এদের মধ্যে সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড় রয়েছেন। যাদের দু’জন মৃত। দেশের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য ঢাকার মিরপুরে তাদেরকে এই আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়। এরা হলেন- জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্না ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মরহুম জাহিদুর রহমান পুশকিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগেই এ ফ্ল্যাট দেয়া হয়।

গতকাল প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমীন মোনেম ও জাতীয় হকি দলের খেলোয়াড় মরহুম জাহিদুর রহমান পুশকিনের স্ত্রী ফাহমিদা রহমানের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নিজেই। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী

১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ