Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ছাত্রলীগ ক্যাডারসহ ৪ অস্ত্রধারীকে রিমান্ডে চায় পুলিশ

ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

নগরীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার ছাত্রলীগ ক্যাডারসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। নগরীর সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন ইনকিলাবকে জানান, ছিনতাইয়ের উদ্দেশে তারা সদরঘাটের শাহজাহান হোটেলের তৃতীয় তলার কক্ষে অবস্থান করছিল। তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল (বৃহস্পতিবার) সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে আদালতে শুনানি হবে।
বুধবার রাতে নগরীর শাহজাহান হোটেলের একটি কক্ষ থেকে শেখ শফিউল আজম (২৩), মো. ইমরান (২৩), ইমন দে (১৯) ও আব্দুল আউয়ালকে (২১) অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শফিউল আজম সরকারি সিটি কলেজের বিবিএস কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ নেতা বলে জানিয়েছে পুলিশ। অন্যরা তার সহযোগী। এদের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ

২০ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ