Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবরোধ ভাঙবে পবিত্র রক্ত দিয়ে : হানিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনিরা পবিত্র রক্ত দিয়ে শত্রুর অবরোধ ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্তে গণবিক্ষোভ অব্যাহত থাকবে। বুধবার গাজার শাতি শরণার্থী শিবিরে শহীদ আহমার ওমরের জানাযা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের সাহসী জনগণ লড়াইয়ের মাধ্যমে গাজা অবরোধ ভাঙার পাশাপাশি নিজ ভিটেমাটিতে ফেরার অধিকার আদায় করবে। ট্রাম্পের ভয়াবহ পরিকল্পনা ডিল অব দ্য সেঞ্চুরি-এর বিরোধিতা করার কারণে যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থাকে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে বলে তিনি বলেন। হানিয়া বলেন, ফিলিস্তিনিরা এখন নজিরবিহীন ষড়যন্ত্রের শিকার। গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুন করে আন্দোলন গড়ে তুলেছে। প্রতি শুক্রবার গাজায় দখলদার ইসরাইলি সীমান্ত দেয়ালের সামনে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৮০ জন ফিলিস্তিনি বিক্ষোভের সময় শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামি

২৭ জানুয়ারি, ২০২৩
৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ