পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন। এই সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অমীমাংসিত বেশকিছু ইস্যু নিয়ে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় ভারতে বাংলাদেশের পাটপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সুরেশ প্রভুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলটি আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফল করবেন। এ সময় তারা বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। বাণিজ্য সচিব সুভাশীষ বসু বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের পাটপণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক (বাজার দখলে কম দামে পণ্য ছাড়ার শাস্তিস্বরূপ শুল্ক) প্রত্যাহার, বর্ডার হাট, বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং টেকনোলজি ট্রান্সফারের বিষয়গুলো গুরুত্ব পাবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘পাট ও পাটজাত পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে অ্যান্টি-ডাম্পিং আরোপের সিদ্ধান্ত এ খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।