পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিলেটে ১৫দিন ব্যাপি মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ৪টি মাদক হাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর উপস্থিতিতে পরিচালিত এই ট্রাস্কফোর্স অভিযানে নগরীর কাষ্টঘর, ভার্থখোলা, ক্বীনব্রীজ ও মমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটকসহ ৭ কেজি গাজা, ৪০পিছ ইয়াবা, ও ভারতীয় ফরেন লিকার উদ্ধার করা হয়েছে। ১৫দিন ব্যাপী মাদক বিরোধী অভিযানে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা, র্যাব ৯, এসএমপি ও এপিবিএন এর প্রায় ৪০জন কর্মকর্তা ও সদস্য। এ ব্যাপারে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা বলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক অপারেশন এর তত্তাবধানে সিলেটের চিহিৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১৫ দিন ব্যাপি এ অভিযান অব্যাহত থাকবে। পবিত্র নগরী সিলেট থেকে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও মাদক ব্যবাসায়ীদের গোপন আস্তনার খবর মাদকদ্রব্য অধিদপ্তরেরকে অবহিত করার সাথে সাথে যে কোন সময় যে কোন দিন তথ্য প্রদান কারীর পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।