রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছে। বিদ্যালয়টির দুই পার্শ্বে বাউন্ডারি ওয়াল না থাকায় এ ঝুঁকি আরো বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা রয়েছে বড় ধরনের দুর্ঘটনার ।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়া কোমলমতি শিক্ষার্থীরা স্কুলব্যাগ নিয়ে হাত উঠিয়ে সড়ক পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এ সময় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হৃদয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনসহ অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে জানায়, ‘আমাদের বিদ্যালয়ের দুই পার্শ্বে বাউন্ডারি ওয়াল ও সড়কের তিন পার্শে¦ কোনো গতিরোধক না থাকায় আমরা প্রতিদিন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়ে স্কুলে আসি।’
স্থানীয় সূত্রে, এই বিদ্যালয়টি অতি ব্যস্ততম বনপাড়া-লালপুর ও দয়রামপুর প্রধান সড়কের উভয় পাশে অবস্থিত। ক্লাস শুরুর আগে এবং ছুটি শেষে নিরাপদে সড়ক পারাপারে কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠনটির দুই শত ১৫ জন শিক্ষার্থী ক্লাস করছে। যেন দেখার কেউ নেই।
জানা গেছে, ১৯৭৩ সালে বেসরকারিভাবে বিদ্যালয়টি নির্মাণ করা হয় এবং ২০১৩ সালে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় আনা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে আজো বিদ্যালয়টির দুই পার্শ্বে বাউন্ডারি ওয়াল ও সড়কের তিন পার্শে¦ তিনটি গতিরোধক নির্মাণ করেনি কর্তৃপক্ষ। ফলে বিদ্যালয়টি বর্তমানে অরক্ষিত অবস্থাতে রয়েছে।
রমজান আলী, শফিকুল ইসলামসহ স্থানীয়রা বলছেন, ‘শিক্ষর্থীদের নিরাপত্তার কথা ভেবে সড়ক সংস্কার করার সময় বারবার বলেও সড়কের তিন পার্শ্বে গতিরোধক নির্মাণ করেনি সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা। ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সড়ক পার হয়ে স্কুলে যাতায়াত করে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।