পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান মাদক নির্মূল অভিযানে সাফল্য আসছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অভিযান সম্পর্কে জনগণকে তথ্য জানাতে হবে। তিনি গতকাল (বুধবার) চসিকের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এক বছর আগে নগর পুলিশ প্রশাসনকে মাদকজীবীদের তালিকা দিয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, ওই তালিকা ধরেই অভিযান চলছে। কিন্তু এক বছরেও পুলিশ অভিযানের ব্যাপারে বিস্তারিত কোন প্রতিবেদন দেয়নি। তিনি আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে ওই তথ্য জেনে নগরবাসীকে জানানো আমার দায়িত্ব।
নগরীতে যানজট ও জনদুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশনা দেন মেয়র। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।