Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কমেছে শিশু মৃত্যুর হার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত দশকের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুর হার কমেছে। প্রতিরোধযোগ্য রোগ ও অন্যান্য জটিলতায় গত বছর বিশ্বে ৬০ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ২০০০ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো যখন চরম দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তখন একই কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা ছিল এর প্রায় দ্বিগুণ। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০০ সালে বিশ্বনেতারা জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিলেন। ওই সময় প্রতিবছর ১৫ বছর বয়স পর্যন্ত ১ কোটি ১২ লাখ শিশু নিরাপদ পানির অভাব, অপুষ্টি, প্রতিরোধযোগ্য রোগ ও জন্ম হওয়ার পরপর মারা যেতো। ২০১৭ সালে এই সংখ্যা কমে ৬৩ লাখে এসে দাঁড়িয়েছে। এই হিসেবে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু মৃত্যু

২০ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ