মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় ভয়াবহ খরার কারণে ৫০ হাজারেরও বেশি শিশু মৃত্যু মুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। আফ্রিকার এ দেশটিতে শিশুদের অপুষ্টির হারও আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দপ্তর ওচা। সতর্ক বার্তায় বলা হয়, প্রায় ১০ লাখ সোমালীয় (প্রতি ১২ জনে একজন) প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করছে। সোমালিয়ায় জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়ক পিটার দ্যু ক্লেয়া বলেন, যেহেতু সেখানে খরা দিন দিন তীব্রতর হচ্ছে তাই সেখানে আরও অনেক মানুষ সঙ্কটে পড়বে। বিশেষ করে সেখানকার শিশুদের অবস্থা অত্যন্ত নাজুক। যদি এখনই চিকিৎসা দেয়া না হয় তবে দেশটির ৫৮,৩০০ শিশু মারা যাবে। সোমালিয়ার শিশুদের জরুরি সাহায্যের জন্য আরও তহবিলের আবেদন জানিয়েছেন তিনি। এল নিনোর প্রভাবে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে প্রচ- খরা দেখা দিয়েছে। সোমালিয়ার পুন্টল্যান্ড এবং স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ডের অধিবাসীরা খরায় সবচেয়ে বেশি ভুগছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।