Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝাড়খন্ডের বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে : মুখ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১২ পিএম

ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবার দাস বলেছেন, রাজ্য সরকার প্রদেশটির নাগরিক তালিকা নবায়ন করার ব্যাপারে প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকারের কাছে। আসামের জাতীয় নাগরিকত্ব তালিকার প্রেক্ষিতে এ প্রস্তাবের কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যে অবৈধভাবে যেসব বাংলাদেশি বসবাস করছে তাদের এক এক করে ফেরত পাঠানো হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।
মুখ্যমন্ত্রী দাস তার বাড়িতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, তার সরকার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করা প্রস্তাবে বলেছে যে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ঝাড়খন্ডে বসবাস করছে। জাতীয় নাগরিকত্ব তালিকা নবায়ন করে তাদের ফেরত পাঠানো উচিত।
তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি'র (বিজেপি) এ ব্যাপারে স্পষ্ট মতামত আছে। আমাদের এসব বাংলাদেশিকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দেশ থেকে একে একে বের করে দিতে হবে।
এসময় মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে এখানকার স্থানীয় অধিবাসীরা চাকরী থেকে বঞ্চিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ