Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝাড়খন্ডে কোরবানিকে কেন্দ্র করে সংঘর্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ঝাড়খন্ডের একটি গ্রামে কোরবানির ঈদের উৎসবের সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবারের এ ঘটনায় পুলিশসহ বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয়রা জানিয়েছে, পুলিশ কোরবানিতে বাধা দিয়ে কোরবানির জন্য নির্দিষ্ট পশু নিয়ে যাওয়ার চেষ্টা করে, গ্রামবাসী এতে বাধা দিলে পুলিশ প্রথমে লাঠি পেটা ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, পরে গুলি করে। উত্তেজনা কমাতে ঘটনার পর থেকে ওই এলাকায় যে কোনো ধরনের জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আহত গ্রামবাসীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছে কয়েকটি সূত্র। এদের মধ্যে অন্তত সাত জন গুলিতে আহত হয়েছেন। সংঘর্ষে ওই এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো। ঈদের দিন স্থানীয় মসজিদের মাইকে দেওয়া ঘোষণা অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টার দিকে পাকুর জেলার দানগা পাড়া গ্রামের কয়েকশত মানুষ কোরবানির পশু জবাইয়ের জন্য জড়ো হয়। স্থানীয়রা প্রকাশ্যে গরু জবাই করার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়েছিল। ঝাড়খন্ডের গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি আছে এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই ঈদে প্রকাশ্যে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ