রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়নগঞ্জের রূপগঞ্জে জান্নাত আক্তার (২০) নামে রোহিঙ্গা নারীকে এক দালালের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে তারাব পৌরসভার দক্ষিণ মুগড়াকুল এলাকার দালাল আক্তারুজ্জামানের বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। জান্নাত আক্তার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের এফ ব্লকের নূর হোসেনের মেয়ে। রূপগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ শাহ জাহান খান জানান, উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মুগড়াকুল এলাকার দালাল আক্তারুজ্জামানের খালাত ভাই মনিরুজ্জামান খান বর্তমানে সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী মনিরুজ্জামানের কাছে ওই রোহিঙ্গা নারীকে পাঠাবে বলে গোপনে কুতুপালং ক্যাম্প থেকে এনে তার বাড়িতে রাখা হয়। পরে এলাকাবাসী বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয়। পুলিশ আকতারুজ্জানের বাড়িতে অভিযান চালিয়ে রোহিঙ্গা নারীসহ আকাত্তারুজ্জামানের স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করে। এ সময় পুলিশের টের পেয়ে আক্তারুজ্জামান পালিয়ে যায়। এ বিষয়ে আরো যাচাই-বাচাই করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।