Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের ১১ দিন পর উদ্ধার : গ্রেফতার ১

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ ঢাকার ধোলাইপাড় থেকে অপহরণের ১১দিন পর কালীগঞ্জ থেকে শাহাদত হোসেন সোহাগ (৩২) নামের এক পরিবহন ব্যবসায়ীকে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ মানিক মিয়া (৫৫) নামের অপহরণকারী দলের এক হোতাকে গ্রেফতার করেছে।
জানা যায়, পটুয়াখালীর হালিশাখালি এলাকার মজিবুর রহমানের পুত্র পরিবহন ব্যবসায়ী শাহাদাত হোসেন সোহাগ তার সৎ ভাই রেদোয়ানকে নিয়ে গাড়ির যন্ত্রাংশ কিনতে গত ৮ সেপ্টেম্বর ঢাকায় আসেন। সন্ধ্যায় ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে একটি মাইক্রোবাস করে তাকে অপহরণ করে। সে সময় তার সাথে ১ লাখ ৩৫ হাজার টাকা ছিল। এ ঘটনার পর শাহাদত হোসেন সোহাগ নিখোঁজ হয়েছেন এ মর্মে যাত্রাবাড়ি থানায় তার স্ত্রী সেলিনা আক্তার একটি সাধারণ ডায়রি করেন (জিডি) করেন। পরিবারের লোকজন সোহাগকে ফিরে পাওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করতে থাকে। হঠাৎ তার স্ত্রী অজ্ঞাত এক ফোন পায়। মোবাইল ফোনে তার স্বামীকে পেতে হলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে জানায় এবং এ বিষয়টি থানা পুলিশকে না জানানোর জন্য হুমকি দেয়। কিন্তু অপহরণকারীরা তাকে একেক সময় একেক ঠিকানা দেয়। অপহরণকারীদের দেয়া ঠিকানায় সোহাগকে পাওয়া যায়নি। হঠাৎ আবার সোহাগের স্ত্রী সেলিনাকে গত রোববার মানিক মিয়া নামে এক ব্যক্তি ফোন দেয়। ফোনে তাকে কাপাসিয়ার চাঁদপুর বাজারে ৫ লাখ টাকা নিয়ে আসতে বলেন। সেলিনা ঘটনাটি কাপাসিয়া থানা পুলিশেকে জানালে কাপাসিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক এবং ওসি (অপারেশন) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একদল পুলিশ ফাঁদ পেতে টাকা দিয়ে সেলিনাকে অপহরণকারীদের নিকট পাঠায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাবার চেষ্টা করলে মানিক মিয়া নামে একজনকে ধরে ফেলে। তার স্বীকারোক্তিতে পুলিশ মানিক মিয়ার পাশর্^বর্তী কালীগঞ্জ উপজেলার ডেমরা গ্রামের তালাবদ্ধ এক ঘর থেকে হাত-পা বাধাঁ অবস্থায় গত সোমবার সোহাগকে উদ্ধার করে।
সোহাগ জানায়, টাকার জন্য অপহরণকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে ঠিকমত খেতেও দেননি। এ ঘটনায় তার সৎ ভাইও জড়িত রয়েছেন বলে তিনি জানান।
থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় অপহৃত সোহাগের স্ত্রী সেলিনা বাদী হয়ে সোমবার রাতেই কাপাসিয়া থানায় ৭জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেছেন। অপহরণকারীরা হলো- মানিক মিয়া (৫০), কাইয়ূম (৪৫), ফারুক (৩০), রেদোয়ান (২৮), কাইয়ূম (২৫), মিনহাজ (১৮), মানছুরা (৩০)সহ ২/৩ জন অজ্ঞাতনামা। অপহরণের সাথে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এদিকে মানিক মিয়ার পরিবার জানায়, দীর্ঘদিন আগে বিদেশে লোক পাঠানোর বিষয়ে সোহাগের সাথে কিছু টাকার লেনদেন ছিল। লেনদেনের বিষয়টি অনেক আগেই শেষ হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ