Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর সিক্যুয়াল গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২০০১ সালে কণ্ঠশিল্পী আসিফ আকবর 'ও প্রিয়া তুমি কোথায়?' গানটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ১৭ বছর পর এবার সেই গানের সিক্যুয়াল হিসেবে গেয়েছেন ‘ও প্রিয়া তুমি কেমন আছো?’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন সেন্হাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শূটিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই, সাথে আছেন সূচনা। শিঘ্রই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে। আসিফ বলেন, হঠাৎ করেই নতুন এই গানটির পরিকল্পনা করা হয়। গানটি যখন আমি প্রথম শুনি তখনই আমার কাছে মনে হয়েছে ভালো কিছু হতে চলেছে। আমার 'ও প্রিয়া তুমি কোথায়' গানের সূত্র ধরেই এই গান করা। গানটির ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই, তা হলো নতুন এই গান 'ও প্রিয়া তুমি কেমন আছো' এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয়, ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার 'ও প্রিয়া তুমি কোথায়' গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ঐ গানের মতো এই গানটিও উপভোগ করবেন।



 

Show all comments
  • Md Raju Islam ১২ মার্চ, ২০১৯, ৮:৪৮ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ