পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ অনুসারে আগামী তিন বছরের জন্য সিএসইর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সিএসই’র বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয়। আসিফ ইব্রাহিম সিএসইর চেয়ারম্যান হিসেবে ৩ বছর মেয়াদে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করেছেন। ফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনিত করেন। এরপর সিএসই’র বোর্ড তাদের নিয়োগ দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।